ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

পিরোজপুরে আ’লীগ প্রার্থীর অফিসের পাশে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
পিরোজপুরে আ’লীগ প্রার্থীর অফিসের পাশে আগুন

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিন্না বাজারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুর রহমানের নির্বাচনী অফিসের পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না বাজারে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ প্রার্থী মো. সাইদুর রহমানের নির্বাচনী অফিসের পেছনে রাখা কাঠে কে বা কারা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে আগুন জ্বলে উঠলে এলাকাবাসী দেখে আগুন নিভিয়ে ফেলে। পরে বিষয়টি নেছারাবাদ পুলিশে জানালে সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।
 
নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম মুনির জানান, রাত সাড়ে ৯টার দিকে  বিন্না বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসের পেছনে রাখা কাঠে কে বা কারা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে সেখানকার কাঠের ওপরে থাকা একটি পলিথিন পুড়ে যায়। এতে অফিসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।