ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ ১৫০ জনের নামে মামলা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
শিবগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ ১৫০ জনের নামে মামলা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলামকে প্রধান আসামি করে ১৫০ জনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টায় মামলার বিষয়টি বাংলানিউজকে জানান শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ।

নিহত আওয়ামী লীগ কর্মী মাহাতাব আলীর স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন মঙ্গলবার (১৫ মার্চ) দিনগত রাতে।

মামলার এজহার সূত্রে জানা যায়, মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা বিএনপির অজ্ঞাত পরিচয় নেতাকর্মী।

এসআই জাহিদ বাংলানিউজকে জানান, ঘটনার দিন থেকে মঙ্গলবার দিনগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা সহিংসতার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।    

এর আগে সোমবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুরের ভাগ্নে ও দলীয় কর্মী এবং শিবগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহাতাব আলী নিহত হন। এ সময় আহত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর আরও দু’জন সমর্থক।
 
বাংলাদেশ সময়: ১৩০০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।