ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘বঙ্গবন্ধুর জন্মদিন যারা পালন করবে না তারা স্বাধীনতার শত্রু’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
‘বঙ্গবন্ধুর জন্মদিন যারা পালন করবে না তারা স্বাধীনতার শত্রু’ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করবে না তারা ‘স্বাধীনতার শত্রু’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।



১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা জাতির পিতার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাবে না, তার জন্মদিন পালন করবে না, তারা স্বাধীনতার শত্রু। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে মায়া বলেন, যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, তাদের বিচার একদিন হবেই।

বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে স্বত:স্ফূর্তভাবে যথাসময়ে উপস্থিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের নেতারা ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।