ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

ঢাকা: নির্বাচনী সংহিতায় আহত পটুয়াখালী দশমিনার রহনপুর এলাকার শাহজাহান মির্জা (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।



শাহজাহান মির্জা পটুয়াখালী দশমিনার রহনপুর গ্রামের মৃত আব্দুল আহেদের ছেলে।

শাহজাহান মির্জার ছেলে রাসেল ও ভাতিজা মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে আদমপুর বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মৃধার সমর্থকরা তাকে (শাহজাহান মির্জা) লাঠিপেটা করে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বুধবার (২৩ মার্চ) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এজেডএস/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।