ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী উপজেলা যুবদল সেক্রেটারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
সোনাগাজী উপজেলা যুবদল সেক্রেটারি আটক

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমকে আটক করেছে র‌্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফেনী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।



র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় হরতাল-অবরোধে ভাংচুর, অগ্নিসংযোগসহ বেশ কিছু মামলা রয়েছে। তিনি ওইসব মামলার পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।