ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘প্লাটফর্ম পেলে বুঝিয়ে দিতাম..’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
‘প্লাটফর্ম পেলে বুঝিয়ে দিতাম..’ ছবি : সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) হান্নান শাহ বলেছেন,‘উপযুক্ত প্লাটফর্ম পেলে বুঝিয়ে দিতাম। এ ঘটনাকে কেন্দ্র করেই আন্দোলন করে সরকার নামিয়ে দিতাম।

কারণ, এ সরকার গণতান্ত্রিক নয়’।

তনু হত্যার বিচারের দাবিতে রোববার (২৭ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনলাইন অ্যাক্টিভিস্ট কাউন্সিল অব বাংলাদেশের মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ বলেন, ‘এখন মা-বোনেরা সরকারি দলের সন্ত্রাসীদের নির্যাতনের শিকার। তনু হত্যার ঘটনাকে কেন্দ্র করে উপযুক্ত প্লাটফর্ম পেলে বুঝিয়ে দিতাম। আন্দোলন করে সরকারকে নামিয়ে দেওয়া যেতো। কারণ, এই সরকার গণতান্ত্রিক নয়। সরকারের মন্ত্রীরা ব্যংকের রিজার্ভ লুট হয়ে গেলেও বলেন, কিছুই না’।

অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিও জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন অালম।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।