ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গি ও রাজাকারদের পাহারাদার খালেদা জিয়া’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
‘জঙ্গি ও রাজাকারদের পাহারাদার খালেদা জিয়া’ ছবি : সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গি ও রাজাকারদের পাহারাদার খালেদা জিয়া ও বিএনপি চক্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযাদ্ধা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মুক্তিযাদ্ধা চিকিৎসক প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড।

হাসানুল হক ইনু বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে এখন তিনটি বাধা রয়েছে। সেগুলো হলো রাজাকার, জঙ্গিবাদ ও জঙ্গি এবং রাজাকারের পাহারাদার খালেদা জিয়া ও বিএনপির চক্রান্ত।

তিনটি চ্যালেঞ্জের উল্লেখ করে ইনু বলেন, আমাদের সামনে তিনটি চ্যালেঞ্জ আছে। জঙ্গি দমন, বৈষম্য ও দুর্নীতি দমন করে সুশাসনের ব্যবস্থা করতে হবে। তবেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযাদ্ধা চিকিৎসক পরিষদের সভাপতি ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. সিরাজুল হক।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযাদ্ধা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকি, কার্যকরী সভাপতি ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সহ সভাপতি ডা. মো. মুজিবুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ডা. আবদুস সালাম খান প্রমুখ।

বক্তারা তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।