ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নবীনগরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
নবীনগরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া: আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. খালেদ আশীষ।

রোববার (২৭ মার্চ) দুপুর ১২টায় স্থানীয় কাইতলা বাজারের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।



খালেদ আশীষ দাবি করেন, এই ইউপিতে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জামানত হারাবেন।

নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তিনি ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস মোতায়েনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সৈয়দ আবু নোমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী খলিলুর রহমান, সদস্য সৈয়দ আবু কাউসার, ছাত্রলীগের সাবেক ভিপি সৈয়দ আবু ছালেহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।