ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে জাতীয় ছাত্র সমাজের বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
ময়মনসিংহে জাতীয় ছাত্র সমাজের বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘লড়াই, সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের ৩৩ বছর’ এ শ্লোগান নিয়ে ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা জাতীয় ছাত্র সমাজ।

রোববার (২৭ মার্চ) দুপুরে নগরীর গঙ্গাদাসগুহ রোডের জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে এ বর্ণাঢ্য ৠালি বের হয়।

ৠালিটি  গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ৠালিতে নেতৃত্ব দেন জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।

এ সময় জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাব্বির হোসেন বিল্লাল, জাতীয় পার্টির নেতা মোশারফ হোসেন, শরিফুল ইসলাম খোকন, খুররম চৌধুরী, জেলা যুব সংহতির নেতা আবজাল হোসেন হারুন, কেন্দ্রীয় ছাত্র-সমাজের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু, সাবেক ছাত্র-সমাজ নেতা দেলোয়ার হোসেন কামাল, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।