ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে জেলা ইসলামী আন্দোলন।

রোববার (২৭ মার্চ) দুপুরে নগরীর ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন খান জেহাদী, মাওলানা মামুনুর রশিদ, মুফতি ইয়াকুব, আনোয়ার হোসেন, আবু রাসেল হুসাইনী, রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রধর্ম বাতিলের রিট হঠাৎ করেই সচল হওয়ায় দেশের ৯৫ ভাগ মুসলমান হতাশ। এ ঘটনার প্রতিবাদে তারা সোচ্চার হয়ে উঠেছে।

তারা বলেন, ভাষা আন্দোলন ও দেশের স্বাধীনতার জন্য যেভাবে সংগ্রাম হয়েছে তেমনি রাষ্ট্রধর্ম ইসলামকে রাখার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
বিএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।