ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তানোরে ২৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
তানোরে ২৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী আসনে ৭৯ জন ও সদস্য পদে ২৬৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।



রোববার (২৭ মার্চ) ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

রাজশাহীর তানোর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, ১নং কলমা ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী কলমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ও কলমা ইউপি’র সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী বদরুদ্দোজা রমজান। সংরক্ষিত নারী আসনে ১৫ জন ও সদস্য পদে ৪৮ জন।

২নং বাধাইড় ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী বাধাইড় ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী বাধাইড় ইউপির বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম। সংরক্ষিত আসনে ১২জন ও সদস্য পদে ৪৩।

৩নং পাঁচন্দর ইউপিতে চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৬ জন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচন্দর ইউপি’র বর্তমান চেয়ারম্যান মোমিনুল হক মমিন, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সরদার, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী এরাজ উদ্দিন। সংরক্ষিত আসনে ১৪জন ও সদস্য পদে ৪৯জন।

৪নং সরনজাই ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী তানোর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান, স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সাইদ ও স্বতন্ত্র প্রার্থী মহিউর রহমান। সংরক্ষিত আসনে ১১জন ও সদস্য পদে ২৯।

৫নং তালন্দ ইউপিতে চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৪ জন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী তানোর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তালন্দ ইউপির বর্তমান চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রার্থী রেজাউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আক্কাস আলী। সংরক্ষিত আসনে ৮জন ও সদস্য পদে ২৭জন।

৬নং কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৪জন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী কামারগাঁ ইউপি’র বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন প্রামাণিক, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী কামারগাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি জাইদুর রহমান ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান। সংরক্ষিত আসনে ১০জন ও সদস্য পদে ৩৭।

৭নং চান্দুড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৫জন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী চান্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চান্দুড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা রুহুল আমিন ও  সংরক্ষিত আসনে ৯জন ও সদস্য পদে ৩৪।

তানোর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে আগ‍ামী ২৯-৩০ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।