ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তনু হত্যার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন সোমবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
তনু হত্যার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন সোমবার

ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করবে জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার (২৮ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।



রোববার (২৭ মার্চ) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থাকবেন- বিএনপির ভ‍াইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
 
জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যথাসময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।