ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহ্বায়ককে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহ্বায়ককে কুপিয়ে জখম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. জানু সিকদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মুসলীম পাড়া মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জানু সিকদারকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে মুসলীম পাড়া এলাকায় কয়েকজন দুর্বৃত্ত জানু সিকদারকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।  

আহত জানুকে খাগড়াছড়ি সদর হাসপাতালে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, অতিরিক্তি পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ।

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এ ঘটনার পর পর জানু সিকদারের ওপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা হামলার জন্য জাহেদুল আলম, পৌর মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেন।

অন্যদিকে, এ ঘটনায় নিজেদের জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শহরের শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেছে পৌর মেয়র মো. রফিকুল আলম।

সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠে। জাহেদুল আলম বর্তমান পৌর মেয়র রফিকুল আলমের বড় ভাই।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।