ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন চতুর্থ ধাপ

আওয়ামী লীগের ১৩০ প্রার্থী চূড়ান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আওয়ামী লীগের ১৩০ প্রার্থী চূড়ান্ত

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপের জন্য দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মনোনয়ন চুড়ান্ত করতে রোববার (২৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় চতুর্থ ধাপের ৭২৮টি ইউনিয়নের মধ্যে ১৩০টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৯ মার্চ) আবার বোর্ডের সভা বসবে। ওই সভায় সবগুলো ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করার পর তালিকা প্রকাশ করা হবে বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ০০০২ ঘন্টা, মার্চ ২৮, ২০১৬
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।