ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
রাজশাহীতে বিএনপির বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে মহানগরীর ভুবনমোহন পার্কের ভেতরে এ কর্মসূচি পালন করা হয়।



বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসএস/ওএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।