ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নেতাদের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নিন্দা ছাত্রদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
নেতাদের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নিন্দা ছাত্রদলের

ঢাকা: সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আহমেদ চৌধুরী ফয়েজসহ কয়েকজন নেতাকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

সোমবার (৪ এপ্রিল) বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আহমেদ চৌধুরী ফয়েজ আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়। নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানকে কারাফটক থেকে পুনরায় গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া, সিলেট ছাত্রদল নেতা আলতাফ হোসেন সুমন, আজহারুল ইসলাম ও এনামুল হককে তাদের বাসা থেকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহনী।
 
বিবৃতি ছাত্রদল নেতাদ্বয় বলেন, ক্ষমতায় থাকতে এই সরকার গণহারে ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে, গ্রেফতার জুলুম নির্যাতন করে কখনোই ক্ষমতাকে প্রলম্বিত করা যায় না।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে সরকারকে ‘জুলুম-নির্যাতন’ বন্ধের আহবান জানান।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।