ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
 সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপি ব্যানারে এ সমাবেশ করে তারা।

 

সোমবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা খালেদাকে গ্রেফতার করলে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন। তাছাড়া তাকে গ্রেফতার করলে সরকারের পতন তরান্বিত হবে বলেও উল্লেখ করেন তারা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফফার, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান পাটোয়ারী রিপন প্রমুখ।

সমাবেশে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এএএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।