ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজিবপুরে ৩ ইউপিতে নির্বাচন ১১ এপ্রিল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
রাজিবপুরে ৩ ইউপিতে নির্বাচন ১১ এপ্রিল

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার স্থগিত থাকা তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ১১ এপ্রিল উপজেলার কোদালকাটি, মোহনগঞ্জ ও রাজিবপুর সদর ইউনিয়নে নির্বাচন  অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী  দ্বিতীয় ধাপে গত ৩১ মার্চ এসব ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশে তা স্থগিত করা হয়।

সোমবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রাজিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল কুদ্দুছ সরকার বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশন ১১ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।