হবিগঞ্জ: হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান জাহেদ সোমবার রাত ৮টায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
নাজমুল হাসান ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের বড় ভাই।
তিনি বাংলাদেশ ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পরিচালক ছিলেন।
মরহুম নাজমুল হাসান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হবিগঞ্জ-২ (আজমিরিগঞ্জ-বানিয়াচং) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামে।
নাজমুল হাসান জাহেদের একান্ত সচিব মো. মহশিন মিয়া জানান, মাসখানেক আগে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০