ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার দিলের ভেতরে পাকিস্তান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
খালেদা জিয়ার দিলের ভেতরে পাকিস্তান

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এটা প্রমাণিত যে খালেদা জিয়া মুখে ইসলামের কথা বললেও অন্তরে তার ধর্ম নেই। তার দিলের ভেতরে পাকিস্তান।

যেহেতু তিনি পাকিস্তানের গাদ্দারিতে বিশ্বাসী, তাই তার পাকিস্তানের সঙ্গে সবকিছু করতে ভালো লাগে। সেজন্য বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি কোনো কিছু তার পছন্দ নয়, মন্তব্য হানিফের।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমন্বয় হয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তার প্রেক্ষিতে হানিফ বলেন, ইসলামকে সম্মান করার জন্য প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার উদ্যোগ নিয়েছেন। আর প্রধানমন্ত্রীর এ পদক্ষেপে খালেদা জিয়ার গাত্রদাহ হয়েছে।

এসময় অনেকের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।