ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

আগাম নির্বাচন নিয়ে রসিকতার সুযোগ নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আগাম নির্বাচন নিয়ে রসিকতার সুযোগ নেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আগাম নিবার্চন নিয়ে রসিকতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে সরকারের কোনো চিন্তাভাবনা নেই বলেও জানান তিনি।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকার অদূরে আশুলিয়ায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ ছাড় পাবেন না। নেতাকর্মীদের দলের হয়ে কাজ করতে হবে। এছাড়া নির্বাচন যথা সময়ে হবে। যারা বলে আগাম নির্বাচনের কথা, তাদের বলবো এ নিয়ে রসিকতার কিছু নেই।

বঙ্গবন্ধু বা তার পরিবারের কোনো সদস্যের নামে প্রতিষ্ঠান, রাস্তাঘাট বা ব্রিজের নামকরণ করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন লাগবে বলেও জানান সেতুমন্ত্রী।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।