ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
লক্ষ্মীপুরে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে লক্ষ্মীপুরে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ, একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ড ও লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে ।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে লামচর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ওই দুটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন শুরু হয়।
 
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
লক্ষ্মীপুরে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

প্রসঙ্গত, লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই দুটি ওয়ার্ডে দুইজন সাধারণ সদস্য মারা যাওয়ায় পদগুলো শূন্য হয়। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহেনারা পারভিন পান্না ও বিএনপির প্রার্থী ফেরদৌসী সুলতানা নির্বাচনে লড়ছেন। সদস্য পদে একাধিক প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।