ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
কুমিল্লায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে ভোটাররা

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি, হোমনা উপজেলার ভাষানিয়া  ইউনিয়ন ও বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটহগ্রহণ চলছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিতাস উপজেলা নির্বাচন অফিসার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, জিয়ারকান্দি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটার রয়েছে ১৩ হাজার ১৮২জন।

গত নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসাইন সরকার (নৌকা) বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। গত বছরের ৮ নভেম্বর সকালে দুর্বৃত্তের হাতে খুন হন চেয়ারম্যান মনির হোসেন।

উপ-নির্বাচনে এখানে দুইজন প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন- তিতাস উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আলী আশারফ (নৗকা) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার সরকার (আনারস)।

হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে  চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন। এখানে  ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ১১৫ জন ভোটার রয়েছেন।
এখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাদেক সরকার, ধানের শীষ প্রতীকে  উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাছের ওয়াহেদ সম্পদ, চশমা প্রতীকে  ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও আনারস প্রতীকে  যুবলীগ নেতা মো. কামরুল ইসলাম নির্বাচন করছে।

বরুড়ার চিতড্ডা ইউনিয়নে একটি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।