ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
দিনাজপুরে বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল বুধবার

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৭ বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় লোকভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির বিজভী আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক, যুগ্ম আহবায়ক ও ৩নং সমন্বয় টিমের প্রধান খালেকুজ্জামান বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।

এছাড়া ইউনিয়ন, উপজেলা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাউন্সিলে বক্তব্য রাখবেন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ কাউন্সিলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী বুধবার (১৯ এপ্রিল) সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে সকল প্রকার প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই কাউন্সিলের মাধ্যমে দিনাজপুর সদর উপজেলা বিএনপি আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, কাউন্সিলে অভ্যর্থনার দায়িত্বে থাকবেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি ও কমলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বদিউজ্জামান বদি, সহ-সভাপতি ও উথরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার, সহ-সভাপতি ও শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোকাররম হোসেন গুরু, যুগ্ম সম্পাদক ও সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ও শেখপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফুরিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।