ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বুধবার রাঙ্গামাটি-খাগড়াছড়িতে হরতাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বুধবার রাঙ্গামাটি-খাগড়াছড়িতে হরতাল

রাঙ্গামাটি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বুধবার (১৯ এপ্রিল) রাঙ্গামাটি-খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান বাংলানিউজক এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ১০ এপ্রিল মোটরসাইকেল চালক সাদিকুলকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা থেকে অপহরণ করা হয়।

তিনদিন পর রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা এ হরতাল কর্মসূচির ডাক দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।