ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা টিংকুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আ’লীগ নেতা টিংকুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি নাজমুল করিম টিংকু মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে এক শোকবার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল করিম টিংকু।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে দিন কয়েক আগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার বিকেলে অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।