ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

মুরাদনগরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
মুরাদনগরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় একজন ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত পৌনে ১২টায় সদরের রহিমপুর এলাকায় এ সংঘর্ষ বাঁধে।

নিহত দু’জন হলেন- আওয়ামী লীগ কর্মী ফারুক মিয়া (২৮) ও মো. সাইদুর রহমান (২৬)।



স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাইদুর মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে দু’জনের মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’জন মারা গেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।