ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ফেনীতে জামায়াত নেতা গ্রেফতার

ফেনী: ফেনী জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও দাগনভূঞাঁ জামায়াতের সাবেক আমির নূরনবী দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর শহরের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসাইন গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, জামায়াতের এ নেতার বিরুদ্ধে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার (১৯ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে নুর নবী দুলালকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।