ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে পিকআপভ্যান চাপায় প্রজন্মলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
পলাশবাড়ীতে পিকআপভ্যান চাপায় প্রজন্মলীগ নেতা নিহত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পিকআপভ্যান চাপায় জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোর্শেদ বিল্লাহ রাশেদ (৪৩) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লিটন নামে অপর এক যুবক।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
রাশেদ গাইবান্ধা শহরের পলাশপাড়ার আতাউর রহমান মণ্ডলের ছেলে ও গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন।

এলাকায় তিনি ভিপি রাশেদ নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পলাশবাড়ী থেকে লিটনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধায় যাচ্ছিলেন রাশেদ। পথে মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনে আলুবোঝাই একটি পিকআপভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়। আহত লিটন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (এএসসি) সি সার্কেল রেজিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।