ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ২ যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
রূপগঞ্জে ২ যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ দাবিকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ঘটে এ ঘটনা।

আহত দুই যুবলীগ নেতা হলেন- গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকার আল-আমিন ভুইয়া ও শফিকুল ইসলাম।

বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আল-আমিন ভুইয়া ও কামাল হোসেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ দাবি করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিলো। এর জের ধরে দুপ‍ুরে কামালসহ তার লোকজন আল-আমিনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এসময় আল-আমিনকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষরা শফিকুলকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বাংলানিউজকে বলেন, এখনও গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়নি। যাচাই-বাছাই করে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দেওয়া হবে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।