ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

অর্থ আত্মসাতের মামলায় ঝালকাঠির আ’লীগ নেতা কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
অর্থ আত্মসাতের মামলায় ঝালকাঠির আ’লীগ নেতা কারাগারে

বরিশাল: অর্থ আত্মসাতের মাধ্যমে দুর্নীতির মামলায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন বরিশালের আদালত।

মো. মনিরুল ইসলাম (৫১) ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে’র আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সেলিম আহমেদ জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বাদী হয়ে গত বছরের ১৯ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় অর্থ আত্মসাতের মাধ্যমে দুর্নীতির অভিযোগে দু’টি মামলা দায়ের করেন।

মো. মনিরুল ইসলাম তার ঠিকাদারি প্রতিষ্ঠানের অনূকুলে ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে আত্মসাৎ করেছেন বলে মামলা দু’টির অভিযোগে বলা হয়েছে।  

এসব মামলায় ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাকির হোসেন ও  তার স্কুলশিক্ষিকা স্ত্রী লুৎফুন্নাহার, বরিশাল মহানগর যুবলীগ নেতা সাহিন সিকদার ও তার স্ত্রী নাইমা রহমানও আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের পাশাপাশি পরস্পরের যোগসাজসে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

আদালতের জিআরও প্রদীপ মিত্র জানান, উচ্চ আদালতের দেওয়া ছয়মাসের জামিনে ছিলেন মো. মনিরুল ইসলাম। ফের জামিনের আবেদন জানিয়ে হাজির হলে বিচারিক আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।