ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

নারী নেত্রী নুরজাহানের মৃত্যুতে মহিলা দলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
নারী নেত্রী নুরজাহানের মৃত্যুতে মহিলা দলের শোক

ঢাকা: মতিঝিল থানা ১০নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী নুরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ শোক জানান মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
 
বুধবার (১৯ এপ্রিল) দিবাগত ৯টায় ইন্তেকাল করেন তিনি।

নেতৃদ্বয় বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল মরহুমা নুরজাহান বেগমের মৃত্যুতে তার পরিবারবর্গ এবং এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত। আমরা দোয়া করি মহান আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাত নসীব করেন।

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

অপর এক শোকবার্তায় ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা জাতীয়তাবাদী মহিলা মহিলা দলের সভাপতি রাজিয়া আলিম এবং সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।