ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

সাক্কুর পরোয়ানা আদালত-দুদকের বিষয়, বললেন কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
সাক্কুর পরোয়ানা আদালত-দুদকের বিষয়, বললেন কাদের ফুটওভার ব্রিজ উদ্বোধনের পর মোনাজাত করেন মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অতিথিরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা আদালত ও দুদকের বিষয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে একটি ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।  

গত ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে পুনর্নির্বাচিত হন সাক্কু।

তবে তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশিত না হওয়ায় সাক্কু এখনও শপথ নিতে পারেননি। এরমধ্যেই গত ১৮ এপ্রিল তার বিরুদ্ধে দুদকের ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০০৮ সালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুদক।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কয়েকজন এমপি-মন্ত্রীর বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে। কক্সবাজারের এমপি বদিউল আলম বদি’র বিরুদ্ধেও মামলা রয়েছে। সাক্কুর বিষয়টিও পুরোপুরি আদালত ও দুদকের বিষয়। এসব বিষয়ে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই।  

এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।