ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

সংবিধানে নিরপেক্ষ সরকার বলে কিছু নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
সংবিধানে নিরপেক্ষ সরকার বলে কিছু নেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধানে নিরপেক্ষ সরকার বলে কিছু নেই। এদেশে আর কোনোদিন অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না।

তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক। কোনো দল নির্বাচনে এলো কি না এলো তা দেখার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে সুষ্ঠু নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো চক্রান্ত সফল হবে না। মানুষ আর হরতালের নামে অরাজকতা ও অশান্তি চায় না।

হেফাজতের সঙ্গে সরকারের সখ্যতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় নীতি আদর্শ নিয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের নীতি আদর্শের কোনো মিল নেই। বরং বিএনপি হেফাজতকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের পথে পা দিয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী জঙ্গি দমন এবং দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার সফলতার কথা উল্লেখ করে স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ, শিক্ষা, সার বীজসহ কৃষি এবং খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশ্বে প্রশংসিত হয়েছে। সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উদপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে উন্নয়ন বিষয়ক সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. বাকির হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শাহিন হাসানসহ জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।