ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ কমিটি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ কমিটি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে কমিটির সভাপতি ও সম্পাদককে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহাজাদা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে।

সেইসঙ্গে কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।