ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু মেহেরপুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে- ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর পৌরসভা নির্বচানের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় ১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলছে বিকেল ৪টা পর্যন্ত।

দলীয়  প্রতীকে এই প্রথম পৌর নির্বাচনে বড় দুটি দলের দুই প্রার্থীসহ মেয়র পদে লড়ছেন চার জন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ), বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) এবং স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) প্রতীকে মেয়র পদে লড়ছেন।


 
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন মিশন স্কুল ভোট কেন্দ্রে, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং নিশান সাবের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে জানা গেছে।

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পৌর এলাকায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। ১২টি প্রতিষ্ঠানের ১৫টি কেন্দ্রের ১৯১টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন থেকে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটও নিয়োগ করা হয়েছে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিবেশ তদারকি করতে।

উল্লেখ্য পৌরসভার ৩০ হাজার ৯৮৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন।  

গত ২০১১ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।