ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

মুকসুদপুর পৌরসভা নির্বাচনে ভোট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
মুকসুদপুর পৌরসভা নির্বাচনে ভোট চলছে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নয়টি কেন্দ্রে ৪৫টি বুথে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

মুকসুদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৩৭।

এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৪৮৮ জন ও নারী ভোটার সাত হাজার ৪৪৯ জন।  

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ, ১৭ জন করে আনসার সদস্য এবং একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এছাড়া দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দু’টি টিম এবং সাতটি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে নির্বাচনী এলাকায়।  

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।