ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিয়ানীবাজার পৌর নির্বাচনে ভোট গণনা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বিয়ানীবাজার পৌর নির্বাচনে ভোট গণনা শুরু বিয়ানীবাজার পৌর নির্বাচনে ভোট গণনা শুরু

সিলেট: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ১০টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু করেন নির্বাচনের কাজে দায়িত্বে নিয়োজিতরা।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

  পৌরসভার ৯টি ওয়ার্ডের১০টি কেন্দ্রের মধ্যে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

এছাড়া পার্শ্ববর্তী কসবা প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মৃদু ধাওয়া পাল্টার ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিয়ানীবাজার পৌরসভার আয়তন ১৮ দশমিক ১৭ বর্গ কিলোমিটার। পৌরসভার মোট ভোটার রয়েছেন ২৫ হাজার ২৪ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৪০৩ এবং মহিলা ১২ হাজার ৫৯৪ জন।

পৌর নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন এবং ৭ জন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মো.আব্দুস শুকুর, জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রত‍ীকের আবু নাসের পিন্টু, আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব, জাসদ সমর্থিত মশাল প্রতীকের শমসের আলম, নারিকেল গাছ প্রতিকের সতন্ত্র প্রার্থী মো. বদরুল হক ও আওয়ামী লীগ বিদ্রোহী আমান উদ্দিন ও জামায়াত সমর্থিত রেলইঞ্জিন প্রতীকে মো. জমির হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনইউ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।