ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নবাবগঞ্জে ৪ শিবির কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
নবাবগঞ্জে ৪ শিবির কর্মী আটক

ঢাকা: নবাবগঞ্জ উপজেলা থেকে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা সদর বাগমারা বাজারের রোজ ভিউ নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইব্রাহিম (২০), আমিনুল (২৭), সাদ্দাম হোসেন (২৮) ও আসাদুজ্জামান (২৫)।



আটক ইব্রাহিম নবাবগঞ্জ উপজেলার সোনাবাজুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে, সাদ্দাম হোসেন খেজুরবাগ এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে, আসাদুজ্জামান দোহার উপজেলার মেঘুলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও আমিনুল সিরাজগঞ্জ জেলার ভাওয়াল এলাকার আ. রহিমের ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, ওই রেস্টুরেন্টে কয়েকজন শিবির কর্মী এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার দিচ্ছে— এমন গোপন খররের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুটি ব্যাগ ও জিহাদি বই জব্দ করে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরআইএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।