ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি কার্যালয়ে তল্লাশি প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
বিএনপি কার্যালয়ে তল্লাশি প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে কথা বলছেন ফকরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার বিএনপি কার্যালয়ে পুলিশি তল্লাশি চালিয়ে প্রমাণ করেছে দেশে গণতন্ত্র নেই‘।

তিনি বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তার কার্যালয়ে পুলিশি তল্লাশি চালানো অত্যন্ত ন্যাক্কারজনক।

শনিবার (২০ মে) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বাংলাদেশকে একটি গণতন্ত্রবিহীন দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, বর্তমান সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা দেশ চালাচ্ছে। তল্লাশিকালে পুলিশ সার্চ ওয়ারেন্টের দাবি করলেও উপস্থিত নেতাকর্মীদের সে ব্যাপারে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

এসময় জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।