ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গুলশান কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
খালেদার গুলশান কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ/ছবি: বাদল

ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ করছে দলটি। কার্যালয়ের সামনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।

যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে উপস্থিত রয়েছেন।

শনিবার (২০ মে) দুপুরে গুলশান অফিসের সামনের সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করে মহিলা দল কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান এ সময় উপস্থিত ছিলেন।

সাবেক এমপি হেলেন জেরিন বলেন, গুলশান অফিসে পুলিশ কেন সরকারকে জবাবদিহিতা করতে হবে। একই সঙ্গে প্রত্যাহার করতে হবে জিয়া পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।