ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির আন্দোলন দমনে যুবলীগই যথেষ্ট’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, মে ২২, ২০১৭
‘বিএনপির আন্দোলন দমনে যুবলীগই যথেষ্ট’ বিএনপির আন্দোলন দমনে যুবলীগই যথেষ্ট-ছবি: বাংলানিউজ

সাভার, (ঢাকা): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে নতুন করে জঙ্গিবাদ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেছেন বলে অভিযোগ তুলেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সোমবার (২২ মে) সকালে উত্তরবঙ্গে যুবলীগের এক সম্মেলনে যোগদানে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিটি সেন্টারের সামনে পথসভায় বক্তৃতাকালে তিনি এ অভিযোগ তোলেন।

যুবলীগের চেয়ারম্যান বলেন, বিএনপির যেকোনো আন্দোলন দমন করার জন্য বাংলাদেশে একমাত্র যুবলীগেই যথেষ্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে বিএনপি নেত্রীর নির্দেশে জঙ্গিরা দেশে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

আওয়ামী লীগ সরকার জঙ্গিদের দেশ থেকে চিরতরে নির্মূল করবে বলেও জানিয়ে দেন ক্ষমতাসীনদের যুব সংগঠনটির প্রধান।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডল, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শাহিন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।