ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৪, মে ২২, ২০১৭
নোয়াখালীতে যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী লেদু হত্যা মামলার প্রধান আসামি সালামত উল্যাহ রাজুকে (২৬) গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।

রোববার (২১ মে) রাত ৮টায় পৌরসভার মাইজদী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালামত উল্যাহ রাজু নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদীর শান্তিনগর এলাকার মৃত সফি উল্যাহর ছেলে।

ওয়ার্ড যুবলীগ সদস্য লেদু হত্যা মামলার পাশাপাশি একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু জাহিদকে হত্যা চেষ্টা মামলা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রাজু।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, লেদু হত্যা মামলার প্রধান আসামি রাজু জামিনে বের হয়ে আরও অপরাধ সংঘটিত করে। এসব ঘটনায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

দীর্ঘ দিন পলাতক থাকার পর রোববার রাতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রাজুকে গ্রেফতার করে বলে জানান ওসি।

২০১৫ সালে স্থানীয় যুবলীগ কর্মী লেদুকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় এক দল সন্ত্রাসী। পরে লেদুর পরিবার থানায় রাজুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ