ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপি নেতা মিঠুকে গুলি করে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
খুলনায় বিএনপি নেতা মিঠুকে গুলি করে হত্যা আলাউদ্দিন মিঠু

খুলনা: খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মিঠুর দেহরক্ষী নওশের। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাত ১০টার দিকে এঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বাংলানিউজকে বলেন, উপজেলার দামোদর চেয়ারম্যান বাড়ির সামনে অবস্থিত মিঠুর ব্যবসায়ী কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ঘটনাস্থলে যান।

নিহত আলাউদ্দিন মিঠু ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন । তার ওপর আগেও কয়েকবার হামলা হয়। প্রতিবারই অল্পের জন্য তিনি বেঁচে যান।

কয়েক বছর আগে মিঠুর বাবা সরদার আবুল কাশেম ও বড় ভাই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমআরএম/এসই/জেএম

** নিহত বিএনপি নেতার গুলিবিদ্ধ দেহরক্ষী নওশের মারা গেছেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।