ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শুরু হচ্ছে মনোনয়নপত্র বিক্রি: ভিড় বাড়ছে বিএনপি অফিসে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
শুরু হচ্ছে মনোনয়নপত্র বিক্রি: ভিড় বাড়ছে বিএনপি অফিসে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে আগ্রহী বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারীদের ভিড় বাড়ছে দলের রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সোমবার (১২ নভেম্বর) এখানে মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি। সকাল ১০টায় ফরম দেওয়ার কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় বেলা ১১টা থেকে ফরম দেওয়া হবে।

বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়।  ছবি: ডিএইচ বাদলদলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বাংলানিউজকে জানান, সকাল ১১টা থেকে ফরম দেওয়া শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতারা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ইতোমধ্যে কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তবে প্রধান ফটক দিয়ে নেতাকর্মীদের এখনো ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল ১১টায় ফটক খোলা হবে। প্রথমে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ফরম দেওয়া হবে। এরপর সবাইকে ফরম দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।