ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইসির বিরুদ্ধে বিএনপির পক্ষপাতের অভিযোগ অবান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
ইসির বিরুদ্ধে বিএনপির পক্ষপাতের অভিযোগ অবান্তর আখউড়া রেলস্টেশনে কথা বলছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়া নিয়ে বিএনপি পক্ষপাতিত্বের যে অভিযোগ করেছে তা অবান্তর বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া রেলস্টেশন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।  

তিনি বলেন, এসব অভিযোগের জবাব নির্বাচন কমিশন ঠিকভাবে দিতে পারবে।

আপিলের সময় রয়েছে, তারা আপিল করেছেন, নির্বাচন কমিশন জবাব দেবে।  

এসময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ভূইয়া কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।