ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা দুলু গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
বিএনপি নেতা দুলু গ্রেফতার বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ফটো

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ছাত্রদল নেতা শামছুল আলম রনি বাংলানিউজকে জানান, গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দুলুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।  

তিনি বলেন, তার (দুলু) বিরুদ্ধে একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা দুলুকে গ্রেফতার করা হয়েছে।  

২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা দুলুর মনোনয়নপত্র বাতিল করার কারণে তিনি এবার নির্বাচন করতে পারছেন না। হাইকোর্টে প্রথমে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল বললেও আপিল বিভাগ তা সে আদেশ স্থগিত করে দিয়েছেন।  

দুলুর আসন নাটোর-২ এ তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমএইচ/টিএম/এমএ  ‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।