ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আধুনিক ঢাকা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: আতিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আধুনিক ঢাকা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: আতিকুল মিরপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম

ঢাকা: সুন্দর ও আধুনিক ঢাকা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, সবার সহযোগিতায় গতিময়, পরিবেশবান্ধব ও নিরাপদ ঢাকা গড়ে তুলবো। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর মাজার রোডে সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘চলুন সবাই মিলে পূরণ করি এই শহরের আশা।

এই শহরে যাদের নিত্যদিনের ছোটাছুটি, সেই শহরটা চায় সবার একটুখানি ভালোবাসা’- এ স্লোগান নিয়ে আতিকুল ইসলাম সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়েছেন।

এসময় তিনি বলেন, সুন্দর, সুস্থ্য, সচল ও বাসযোগ্য আধুনিক ঢাকা গড়ে তুলতে ডিএসসিসি, ডিএমপিসহ সব সরকারি সংস্থা প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা আমার একান্ত কাম্য।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) আসলামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার আগা খান‌‌ মিন্টু,  ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর (৯, ১০,ও ১১নং) রাজিয়া সুলতানা ইতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আইএমজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।