ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই: মেনন সভায় বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন। ছবি: বাংলানিউজ

বরিশাল: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। শুধু বাইরেই নয়, আমি জাতীয় সংসদেও বলেছি এ কথা।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার প্রয়াত নেতা মাহমুদুল আলম কালু ভাইয়ের শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখা এ স্মরণ সভার আয়োজন করে।

রাশেদ খান মেনন বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম বৃহস্পতিবার (৪ জুলাই) বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় সভায় এখানকার নেতারা বলেছেন আওয়ামী লীগে হাইব্রিড নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু আমি বলি, যেখানে ক্ষমতা আর অর্থের বিষয় জড়িত রয়েছে, সেখানে তারা কোনোদিনই তাদের উৎখাত করতে পারবে না, তা সম্ভবও না

এ সময় তিনি লুটপাটের বিরুদ্ধে লড়াই করে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান।

ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় বক্তব্য রাখেন রাশেদ খান মেননের সহধর্মিনী লুৎফন্নেছা খান এমপি ও প্রয়াত মাহমুদুল আলম কালু ভাইয়ের স্ত্রী রোমেনা বেগম।

বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক (সাবেক সংসদ সদস্য) অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তরুণ চন্দ্র দে, ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল জেলার নেতা অধ্যাপক জলিলুর রহমান, বরিশাল জাসদের জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, কমিউনিস্ট পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, গণফোরামের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ।

সভার আগে মাহমুদুল আলমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাশেদ খান মেননসহ ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।