ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

এরশাদের রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, জুলাই ৫, ২০১৯
এরশাদের রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় সারাদেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা মসজিদগুলোতে বিশেষ প্রার্থনায় তার সুস্থতার জন্য সবাই দোয়া করেছেন।  

এছাড়া সকাল থেকে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়েছে তার রোগমুক্তির জন্য।

প্রার্থনায় সবাই পল্লীবন্ধুর দীর্ঘ জীবন কামনা করেছেন।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসী বিশেষ প্রার্থনা করায় গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ এবং পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।